শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৭

রবিবার, জুলাই ২৩, ২০২৩

প্রিন্ট করুন

সদর, ঝালকাঠি: ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনজন শিশু ছিল। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ২৫-৩০ জন।

শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়।

এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঝালকাঠি সদর হাসপাতাল। যেন লাশের মিছিলে পরিণত হয়েছে সদর হাসপাতাল চত্বর।

হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরা জানান, কিছু বুঝে ওঠার আগেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। তবে মাঝপথে যাত্রী তোলার কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগে। এ জন্য বাসটি বেপরোয়া গতিতে চালনা করা হচ্ছিল।

স্থানীয়রা জানান, বাসে আনুমানিক যাত্রী ছিল ৫০-৬০ জন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে গেলে এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন