শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

টি-২০ বিশ্বকাপ: খুব বেশি কিছু প্রত্যাশা না করার আহ্বান প্রধান নির্বাচকের

বুধবার, মে ১৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: আসন্ন টি-২০ বিশ্বকাপে খুব বেশি কিছু প্রত্যাশা না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন বড় লক্ষ্য পূরণ করার মত দল এখনো হয়ে উঠেনি বাংলাদেশ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক লিপু বলেন, ‘আমাদের প্রাথমিক আশা প্রথম রাউন্ডের বাঁধা টপকানো। আমরা যদি দ্বিতীয় রাউন্ডে যেতে পারি, তাহলে আমাদের পরবর্তী লক্ষ্য নির্ধারণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘গ্রুপ পর্বে আমরা দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মত দলের বিপক্ষে খেলব। আমরা শ্রীলংকার বিপক্ষে জয়ে প্রত্যাশা করতে পারি। কিন্তু, আমাদের হারানোর উপায়ও জানে লংকানরা। এ জন্য চাপে থাকবে দুই দলই। সবকিছু বিবেচনায় আমাদের চেয়ে বহু এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আমরা যদি ওই ম্যাচটি জিততে চাই, তাহলে তাদের চেয়ে খুব ভাল খেলতে হবে আমাদের বা তাদের খুব খারাপ খেলতে হবে। নেপাল ও নেদারল্যাসন্ডের বিপক্ষে অন্য দুইটি ম্যাচ আমরা জিততে পারব বলে আশাবাদী।’

বিশ্বকাপ নিয়ে খুব বেশি প্রত্যাশা না করতে ভক্তদের প্রতি সম্প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। লিপুর মতে, খুব বেশি প্রত্যাশা না করে ম্যাচ বাই ম্যাচ খেলার কথাই বুঝিয়েছেন টাইগার দলনেতা।

লিপু বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। এমনকি আমরা যখন বড় ইভেন্টে খেলিনি, তখনো পরিপূর্ণ স্টেডিয়ামই দেখেছি। ১৯৯৭ সাল থেকে আমি এটি লক্ষ্য করছি। সেই উন্মাদনা এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তেমনটা ভেবেই হয়তো ওভাবে বলেছেন অধিনায়ক। তার চাওয়া, সবাই যেন খুব বেশি আশা না করে।’

তিনি আরো বলেন, ‘দল সেমি ফাইনালে খেলবে- টি-২০ ক্রিকেটে আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। অর্থাৎ, ধাপে ধাপে সামনে এগিয়ে যাওয়াটাই বুঝিয়েছে অধিনায়ক।’

টি-২০ বিশ্বকাপেন বাংলাদেশের সেরা পারফরমেন্স ২০২২ আসর।  আসরে সুপার টুয়েলভ পর্বে দুই ম্যাচ জিতেছিল টাইগাররা। ভারতের বিপক্ষে ভাল খেলেও শেষ পর্যন্ত বৃষ্টি আইনে পাঁচ রানে হেরেছিল বাংলাদেশ।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন