শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

টেক্সাসের ঘটনা/স্ত্রীর ফোনে আড়ি পেতে ১৮ লাখ ডলার আয়!

রবিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৪

প্রিন্ট করুন

টেক্সাস, যুক্তরাষ্ট্র: বাসা থেকে অফিস করছিলেন এক নারী। এ সুযোগে তার ফোনে আড়ি পাতেন তার স্বামী। আর এতেই বাজিমাত করেন তিনি। ফোনে আড়ি পেতেই ১৮ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ৩২ লাখ টাকা আয় করেন ওই স্বামী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রিপোর্টে এ ঘটনা উঠে এসেছে। খবর এনডিটিভির।

অভিযুক্ত স্বামীর নাম টেইলার লুডন। তার স্ত্রী ব্রিটিশ কোম্পানি বিপি পিএলসিতে কর্মরত ছিলেন। করোনা ভাইসরা মহামারির সময় বাসায় বসেই কাজ করতেন টেইলারের স্ত্রী। গেল বছরের ফেব্রুয়ারিতে বিপি পিএলসি ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের কোম্পানি ট্রাভেল সেন্টারস কিনতে চলেছে তারা। এ লেনদেন সংক্রান্ত পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন টেইলারের স্ত্রী। অফিসের অন্য কর্মীদের সাথে তিনি যখন আলোচনা করতেন, সেই ফোনকলগুলোতে আড়ি পাততেন টেইলার।

সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, স্ত্রীর ফোনে আড়ি পেতে পাওয়া সব তথ্য কাজে লাগিয়ে টেইলার ট্রাভেল সেন্টারসের একের পর এক শেয়ার কেনা শুরু করেন। পুরোনো একটা ব্যাংক একাউন্টও সচল করেন। বিপি পিএলসি চুক্তি ঘোষণা করার পর ট্রাভেল সেন্টারসের স্টক ভ্যালু ৭১ শতাংশ বেড়ে গিয়েছিল। আর তখনই ৪৬ হাজারেরও বেশি শেয়ার কিনে ফেলেন টেইলার।

এভাবে তিনি কয়েক সপ্তাহে ১৮ লাখ ডলার আয় করে ফেলেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ কোটি ৩২ লাখ টাকা। তবে, কয়েক দিন পূর্বে নিজের এ জালিয়াতির ব্যাপারটি স্ত্রীর নিকট স্বীকার করেন টেইলার। সব শুনে তার স্ত্রী রাগে বাড়ি ছেড়ে চলে যান ও কয়েক দিনের মধ্যেই ডিভোর্সের আবেদন করেন।

শুধু তাই নয়, নিজ কোম্পানির কর্মকর্তাদেরও সব জানিয়ে দেন টেইলারের স্ত্রী। তবে, তাতে উলটো নিজের বিপদ নিজেই ডেকে আনেন তিনি। স্বামীর এমন কীর্তির সাথে তিনিও জড়িত- এমন অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে, একের পর এক অভিযোগের মুখে পড়ে আড়ি পেতে কামানো অর্থ ফিরিয়ে দিতে রাজি হয়েছেন টেইলার।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলেছে, ‘করোনাকালের শুরুতে বাড়ি থেকে অফিস শুরু হওয়ার পর থেকে অসংখ্য অভিযোগ পেয়েছে তারা। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য, হল বাড়ি থেকে কাজ করার সময় আড়ি পাতা বা অফিসিয়াল তথ্য দেখে ফেলা।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন