বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ট্রাম্পকে বাংলাদেশি-আমেরিকান সর্মথকদের শুভেচ্ছা

সোমবার, নভেম্বর ১১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছে তাঁর বাংলাদেশি-আমেরিকান সমর্থকেরা। পাশাপাশি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমালা হ্যারিসকে বিপুল ভোটে পরাজিত করায় তারা ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানান।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নব্বান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই শুভেচ্ছা জানানো হয়। ‘বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সমর্থকদের পক্ষ থেকে ট্রাম্পকে তুমুল করতালির মধ্যে অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের সদস্য সচিব প্রিয়তোষ দেব শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা আশাবাদী ট্রাম্প সরকার আগামী দিনে মানুষের জন্য অনেক ভালো কাজ করবে। যুদ্ধ থামাতে পারলে আজকের বিশ্বের অস্থিরতা শেষ হবে।

কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী শহীদুল হক সম্পর্কে বিস্তারিত তুলে ধরে ইঞ্জি. আবদুস সোবহান বলেন, ট্রাম্পের হাতকে শক্তিশালি করার জন্য কাউন্সিল পর্যায়ে রিপাবলিকানদের বিজয়ী করতে এখন কমিউনিটির মানুষকে এগিয়ে আসতে হবে।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির আলী খান পল, সিপিএ সারোয়ার চৌধুরী, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ডা. সারওয়ারুল হাসান, শাহ শদীদুল হক প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন