যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠের কাছে গুলির ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই।’ সংবাদ বিবিসির।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ট্রাম্পের নিজ গলফ মাঠের কাছে গুলি ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনার পর হোয়াইট হাউজ জানিয়েছে, জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুইজনকেই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্প নিরাপদ আছেন জেনে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘আমি বহু বার বলেছি, আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা বা যে কোন সহিংসতার স্থান নেই।’
একই সাথে পাম বিচের কাছে গুলির ঘটনার পর প্রাক্তন প্রেসিডেন্টকে পর্যপ্ত নিরাপত্তা দেয়ায় সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানান তিনি।
বাইডেন বলেন, ‘প্রাক্তন প্রেসিডেন্ট নিরাপদে আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি।’
দুই মাস পূর্বে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে খুনের চেষ্টা করা হয়। এ সময় একটি গুলি তার ডান দিকের কান ছুঁয়ে যায়। ওই ঘটনায় ট্রাম্প সামান্য আহত হন ও অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এরপর থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। খোলা জায়গায় জনসভার সময় তিনি এখন বুলেট-প্রুফ কাচের পেছন থেকে ভাষণ দেন।
সিএন/আলী
Views: 1
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন