সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ট্রাম্পের কৃষিমন্ত্রী হচ্ছেন ব্রুক রলিন্স

রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক রলিন্সকে নিয়োগ দিয়েছেন। রলিন্স ট্রাম্পের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সংবাদ বিবিসির।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কৃষিমন্ত্রীর নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনের সবকটি পদে মনোনয়ন দেয়া শেষ হল।

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক যুক্তরাষ্ট্রের কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, তারা (কৃষক) সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।’

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্স যুক্তরাষ্ট্র ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান হিসেবে কাজ করছেন। তবে, ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি হোয়াইট হাউসে কাজ করেছেন। তখন ব্রুককে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরীন নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ব্রুক রলিন্স টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটি থেকে কৃষি উন্নয়ন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। উচ্চ শিক্ষা শেষে তিনি তার পেশাজীবন শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে।

আগামী বছর ট্রাম্প ক্ষমতায় আসার পর সিনেটে মন্ত্রীদের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন ব্রুক রলিন্স।

গেল ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তবে, তাদের নিয়োগ চূড়ান্ত হবে সিনেটের অনুমোদনের পর।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন