সিএন প্রতিবেদন: যুরাষ্ট্রের গোপনীয় নথি নিজ বাড়িতে নিয়ে রাখার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের ২০ মে পরবর্তী শুনানির নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।ওই বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২১ জুলাই) নতুন এই তারিখ নির্ধারণ করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জজ অ্যালিন ক্যানন। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাসেরও কম সময় আগে ট্রাম্পের এই ফৌজদারি মামলার বিচারের ঘোষণা দিয়েছেন।
ক্যানন জানান, ট্রাম্পের রাষ্ট্রীয় নথি গোপন করার মামলার পরবর্তী শুনানি বা বিচারের তারিখ নির্ধারিত হয়েছে ২০২৪ সালের ২০ মে।
আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন