সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তবে এই চ্যালেঞ্জ নিতে অনেকটা প্রস্তুত বাইডেন। তিনি বললেন, ‘বিতর্ক হবে কিনা তা তাঁর (ট্রাম্পের) আচরণের ওপর নির্ভর করছে।’
শুক্রবার (০৮ মার্চ) ফিলাডেলফিয়ার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন এ কথা বলেন।
বাইডেনের এই মন্তব্যের অর্থ হচ্ছে, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কের সম্ভাবনাকে বাতিল করে দেননি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বছরে রাষ্ট্রপতি বিতর্ক কমিশন সাধারণত তিনটি বিতর্কের আয়োজন করে থাকে। ২০২০ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। সে বছর তাঁরা দুটি বিতর্কে অংশ নিয়েছিলেন এবং বাতিল হয়েছিল তৃতীয় লড়াই।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন