রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ট্রাম্প-কামালা বিতর্ক সেপ্টেম্বরে

শনিবার, আগস্ট ১০, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস প্রথম বারের মত নির্বাচনী বিতর্কে অংশ নেবেন বলে জানা গেছে। আগামী ১০ সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ। সংবাদ বিবিসির।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে ট্রাম্প কামালার সাথে একাধিক বার নির্বাচনী বিতর্কে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

এর উত্তরে বৃহস্পতিবার (৮ আগস্ট) কামালা মিশিগানে অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘তিনি ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিতে সম্মত। এমনকি তিনি তার প্রতিদ্বন্দ্বির সঙ্গে একাধিক বিতর্কে বসার জন্য প্রস্তুত বলেও জানান।’

এ দিকে, ট্রাম্প ও কামালার প্রথম নির্বাচনী বিতর্কটি এবিসি নিউজ আয়োজন করবে বলে জানা গেছে।

এর পূর্বে, গেল ২৭ জুন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক বার দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নির্বাচনী বিতর্ক করেছিলেন। তবে, ওই বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বিভিন্ন চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। তার বদলে দলটির ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন।

সিএন/আলী

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন