ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ‘আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে কমলা হ্যারিসের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে তিনি ‘বিন্দুমাত্র আত্মবিশ্বাসী নন।’ বুধবার (৭ আগস্ট) সিবিএস টিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বাইডেনের এ সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয়।
বাইডেন বলেছেন, ‘পরাজয় স্বীকার না করার ব্যাপারে প্রচারণার সময় ট্রাম্পের ইঙ্গিতগুলো গুরুত্ব সহকারে নেয়া উচিত।’
বাইডেন নিজে গেল জুলাইয়ে হোয়াইট হাউসের দৌড় থেকে বাদ পড়েন এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে দল থেকে মনোনয়ন দেয়া হয়।
বাইডেন ইউএস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি ট্রাম্প হেরে যান, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ‘আমি মোটেও আত্মবিশ্বাসী নই’।’
সাক্ষাৎকারে তাকে যখন ২০২৫ সালের জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে কি-না জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি এ মন্তব্য করেন। তার এ সাক্ষাৎকার রোববার সম্প্রচার করা হবে।
বাইডেন আরো বলেছেন, ‘তিনি যা বলেন, তার মানে আমরা তাকে সিরিয়াসলি নিই না। তার মানে ‘যদি আমরা হেরে যাই তাহলে রক্তপাত হবে।’
এ বছরের শুরুতে প্রচারণা চালানোর সময় বাইডেন সরাসরি এ অপ্রিয় সত্যটি তুলে ধরেন ২০২০ সালের নির্বাচনে বাইডেন তাকে পরাজিত করার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলা চালিয়েছিল।
সিএন/আলী
Views: 1
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন