শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ডাকযোগে আমেরিকা থেকে আসল কোটি টাকার মাদক, গ্রেপ্তার ৩

সোমবার, এপ্রিল ২২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ডাকযোগে আসা কোটি টাকার মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) এই মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের মধ্যে আছে টেট্রাহাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ, কেনাবিনয়েড চকলেট ও কেনাবিস কেক।

মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ডাক বিভাগের বৈদেশিক ডাক শাখায় আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে আসা একটি পার্সেল থেকে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণে টেট্রাহাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ, কেনাবিনয়েড চকলেট ও কেনাবিস কেক জব্দ করা হয়েছে। এই ধরণের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন