শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ডোনাল্ড লুর সংলাপের চিঠি নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না: ইসি

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩

প্রিন্ট করুন
৩০০ ভোটে হেরে যাওয়া প্রার্থীর ৫২৭ সিল মারা ব্যালট উদ্ধার 1
৩০০ ভোটে হেরে যাওয়া প্রার্থীর ৫২৭ সিল মারা ব্যালট উদ্ধার 1

সিএন প্রতিবেদন: বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, তাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, তাতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না—এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘অবশ্যই না। কোনো প্রভাব পড়বে না।’

ডোনাল্ড লুর চিঠির বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘প্রথমত, এটি সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কমিশন তার নিজস্ব গতিতে, সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ ঘোষণা করেছে, সেভাবেই অগ্রসর হচ্ছে।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানায় ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বানের কথা জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন