শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ডোনাল্ড লু সফরের ওপর আন্দোলন নির্ভর করছে না

মঙ্গলবার, মে ১৪, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের ওপর বিএনপির আন্দোলন নির্ভর করছে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় গুলশানে গণঅধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের ‍উত্তর তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ কারোর ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। জনগণ নিজের শক্তিতে পায়ের ওপর ভর করে পূর্বেও আন্দোলন করেছে, জনগণের শক্তিেতেই আমরা আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে। এ সরকার বিনা ম্যান্ডেটে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। তাদের বিরুদ্ধে বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম ও লড়াই করে আসছে।’

‘সরকার দমনীতির চরম পর্যায়ে গিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে। আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ৩৩ দফা তুলে ধরেছিলাম। পরে, এক দফা আন্দোলন করেছিলাম। যা ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা।’ যোগ করেন বিএনপির মহাসচিব।

তিনি আরো বলেন, ‘যে কোন পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ ও ছাত্রসমাজ। যারা গণঅধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, তারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরাল ছিল। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবেন বলে আমি আশাবাদী। জনগণকে সংঘবদ্ধ করার ক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।’  

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আন্দোলনের অতীবের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে আগামী নয়া রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা না পর্যন্ত এ বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলন চলবে।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন