শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ঢাকায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ, স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির প্রতিনিধি দল

রবিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার, ইউএসএআইডির সহকারী প্রশাসক ও ব্যুরো ফর এশিয়ার মাইকেল শিফার ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রতিনিধি দল বৈঠকে ‘কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতিতে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নেয়ার’- উপায় নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করবেন।’ শনিবার (২৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসির প্রতিনিধি দলকে স্বাগত জানায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, তাদের এ সফরে তরুণ কর্মী ও সুশীল সমাজের নেতা, শ্রমিক সংগঠক এবং মুক্ত ও স্বাধীন গণমাধ্যম তৈরিতে নিয়োজিতদের সাথেও বৈঠক করবেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর ও সম্প্রসারিত হবে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছেন, তা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ।’

গেল ৭ জানুয়ারির নির্বাচনের পর গেল ৮ জানুয়ারি বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশে মানবাধিকার ও নাগরিক সমাজকে সমর্থন এবং আমাদের জনগণের সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে আমরা বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন