শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ঢাকায় বিএনপির সমাবেশ আজ, বিশেষ নির্দেশনা দেবেন তারেক জিয়া

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষে আজ শোভাযাত্রা করবেন বিএনপির নেতা-কর্মীরা।

নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসমউ তিনি নেতা-কর্মীদের বেশকিছু নির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন