শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ঢাকা উত্তরের কবর স্থানে নিম্ন আয়ের মানুষের কবর ১০০ টাকায়

শনিবার, আগস্ট ১৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিয়ন্ত্রণাধীন কবর স্থানসমূহ সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।

মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবর স্থানে শুধুমাত্র পুনঃকবরের রেজিষ্ট্রেশন ফি বর্ধিত করা হয়েছে। ডিএনসিসির বনানী কবর স্থান ব্যতীত অন্যান্য কবর স্থানসমূহে কবরের উপর পুনঃ কবর প্রদানের জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বনানী কবর স্থানে কবরের উপর পুনঃকবর প্রদানের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ডিএনসিসির দ্বিতীয় পরিষদের ১৪তম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন