শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চলের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরো অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।

বুধবার (২৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার (৩০ মে) নেত্রকোনায় সর্বনিম্ন ২১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, ‘দেশের দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।’

ঢাকায় বৃহস্পতিবার (৩০ মে) সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ৪২ মিনিটে ও শুক্রবার (৩১ মে) সূর্যোদয় ভোর পাঁচটা ১১ মিনিটে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন