ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। এ সময় দ্রুত আওয়ামী সরকারের পদত্যাগের দাবি করা হয়।
মিছিলে তফসিলকে ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশনের তফসিল’ আখ্যা দেন জোটের নেতারা।
তারা বলেন, ‘বর্তমান সরকার একটি ফ্যাসিবাদী সরকার। তারা জোর করে ক্ষমতায় টিকে রয়েছে। এই তফসিল নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ঘোষণা করা হয়েছে। তাই, এই তফসিল আমরা প্রত্যাখ্যান করছি ও জনগণও এই তফসিল প্রত্যাখ্যান করবে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন