সিএন প্রতিবেদন: আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
রোববার (০৬ অক্টোবর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানিয়ে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. শামিম হোসেন জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সমগ্র রাঙামাটি জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
সম্প্রতি রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতায় ৫ জন নিহত ও আহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন