ঢাকা: আচমকা চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী জানালেন, ‘তুফান’র ঝলক আসছে। সাথে বললেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ (৭ মে) যে কোন সময় আসতে পারে ভয়ংকর কোন ঝড়।’
কয়েক ঘণ্টা পর এল সেই দেড় মিনিটের ঝলক। যা সাজানো হয়েছে পুরোদস্তুর অ্যাকশন আভাসে। মারমুখী শাকিবকে বেদম গুলি চালাতে দেখা গেছে। এমনকি সাম্প্রতিক সময়ে বলিউড চলচ্চিত্রে জনপ্রিয় হওয়া ‘মেশিনগান’ দৃশ্যও রয়েছে এতে।
টিজারে শাকিবকে সম্বোধন করা হয়েছে ‘মেগাস্টার’ হিসেবে। যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি রূপদান করতে চলেছেন এ নায়ক! ভিডিওর ক্যাপশনে রাফী লিখেছেন, তুফান যা চাইবে তা পাইবে!
এক অঙ্গীকারনামা পড়তে পড়তে শুরু হয় টিজার। যেখানে তুফান ওরফে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোন কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না।’
আর শেষে এক সংলাপে রাখা হয়েছে চলচ্চিত্রটির আরেক চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। যিনি পরিপাটি পোশাকে পিস্তল হাতে রহস্যের হাসি হাসতে হাসতে বলেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে!’
‘তুফান’ চলচ্চিত্রে দুইজন নায়িকা রয়েছেন। তারা হলেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আছেন মিশা সওদাগরও। তবে, টিজারে তাদের কাউকে রাখা হয়নি। কেবল তুফান তথা শাকিবের দাপট কিছুটা তুলে ধরা হয়েছে। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি লিলিজের কথা রয়েছে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন