রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

তুরস্কে ফের দুই দফা ভূমিকম্প: নিহত ৩, আহত ২১৩

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: তুরস্কে বড় ভূমিকম্পের ধাক্কা না সামলাতেই ফের দুই দফা ভূমিকম্প হয়েছে। এতে তুরস্কে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২১৩ জন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের তল্লাশি করছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ঠিক ৩ মিনিট পরেই ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, আন্তাকা, ডেফনে ও সামান্দাগে এলাকায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জনগণকে সম্ভাব্য বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ না করতে বলা হয়েছে।

আন্তাকা শহরের রাস্তায় ভবন ধসে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।

এদিকে নতুন এ ভূমিকম্পে সিরিয়াতেও অন্তত ৪৭০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভূমিকম্প মিশর ও লেবাননেও অনুভূত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ, পূর্ব ও উত্তর সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত উভয় দেশের ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের কাহরামানমারাসে।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন