বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৩

প্রিন্ট করুন

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৮৭ জন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তুরস্কের কর্তৃপক্ষ বলছে, তাদের দেশে ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিরিয়া সরকার ও জাতিসংঘ বলছে, সেখানে নিহতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ ছাড়িয়েছে। 

৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে তুরস্কে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এখনও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করছেন। ২২৮ ঘণ্টা পর তুরস্কের আন্তাকিয়ায় ভবনের ধ্বংসস্তূপ থেকে এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

ভূমিকম্পের পর অনেক দেশ তুরস্কের জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে। দেশটিতে সহায়তা আসছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর-পশ্চিম সিরিয়া হলো বড় উদ্বেগের জায়গা। সেখানে ত্রাণ বিতরণে ধীরগতির কারণে অসন্তোষ বাড়ছে। 

জাতিসংঘ ক্ষতিগ্রস্ত ৫০ লাখ সিরিয়ানের আশ্রয়, স্বাস্থ্যসেবা ও খাদ্যের জন্য ৩৯৭ মিলিয়ন ডলারের সহায়তার আহ্বান জানিয়েছে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন