শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

দক্ষিণ কোরিয়ার কাছে দেড়শ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: দক্ষিণ কোরিয়ার কাছে দেড়শ কোটি ডলার দামের ১৮টি সিএইচ-৪৭এফ চিনুক পরিবহন হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

রিপাবলিক অব কোরিয়ার (আরওকে) সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) এক বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এ হেলিকপ্টার বিক্রি আরওকের সেনাবাহিনীর ক্ষমতা আরো শক্তিশালী করার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবেলার ক্ষেত্রে তাদের সক্ষমতাকে উন্নত করবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সিএইচ-৪৭এফ দক্ষিণ কোরিয়াকে দ্বিপাক্ষিক অভিযান চালানোর পরিকল্পনার সমর্থনে মিশন পরিচালনা করার অনুমতি দেবে। যার মধ্যে রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য অপসারণ, অনুসন্ধান ও উদ্ধার, প্যারাস্যুট ড্রপ ও দুর্যোগে ত্রাণ সরবরাহ।’

মার্কিন পররাষ্ট্র বিভাগ সম্ভাব্য এ হেলিকপ্টার বিক্রয়ের অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মঙ্গলবার (৬ ডিসেম্বর) কংগ্রেসকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন