রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দশম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বাংলাদেশের ইমরানুরের

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশের অ্যাথলেটস্ ইমরানুর রহমান ১০-১২ ফেব্রুয়ারি কাজাকিস্থানে অনুষ্ঠিত দশম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠ-পোষকতায় অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন।

ইমরানুর রহমান বাংলাদেশের একজন কৃতিমান অ্যাথলেটস্। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তার অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

উল্লেখ্য, ইনরানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক খেলোয়াড়, যিনি বিগত এক বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তার অপরিসীম অবদান রেখে যাচ্ছেন।

২০২২ সালের ২৩-২৫ ডিসেম্বর অনুষ্ঠিত ৪৬তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা- ২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের হয়ে অংশ নেন এবং ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক অর্জন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও ইমরানুর রহমানের এ অর্জনকে ধরে রাখার পাশাপাশি উত্তরোত্তর আরো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা করে যাবে।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন