নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: দারুস সুন্নাহ নিউইয়র্কের সামার ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাপনি উৎসব গেল ৩১ আগস্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসের ওয়ালেস এভিনিউর মাদ্রাসা ভবনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়।
দারুস সুন্নাহ নিউইয়র্কের প্রেসিডেন্ট হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী ও ভাইস প্রিন্সিপাল মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুস সুন্নাহ নিউইয়র্কের উপদেষ্টা মো. আব্দুর রব দলা মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মো. মাহবুবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তৃতা করেন দারুস সুন্নাহ নিউইয়র্কের টিম মেম্বার হাফিজ মাওলানা ওমর ফারুক, শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম ছালিক, টিম মেম্বার হাফিজ আনহার উদ্দিন।
উপস্থিত ছিলেন আহমদ শাহরিয়ার, আজিজুর রহমান বদরুল, মোহাম্মদ তাজিম উদ্দিন, আহমদ জুবেল, শামীম আহমদ, ঝুমন হোসাইন, রুভেজ সিদ্দিক, মিসবাহ উদ্দিন, সুয়েব আহমদ, সাঈদ আহমদ।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ কমিউনিটি নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে জানান হয়, হাফিজে কুরআন ও উলামাদের তত্বাবধানে পরিচালিত দারুস সুন্নাহ নিউইয়র্ক মাদ্রাসায় দুই মাসের সামার ক্লাসে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে।
আরো জানান হয়, মাদ্রাসায় ফুল টাইম হিফজুল কুরআন উইথ স্কুলিং, ফুল টাইম আলিম কোর্স, উইকেন্ড অ্যান্ড আফটার স্কুল মক্তব, অনলাইন কুরআনসহ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন