বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

দিনভর সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৯১

রবিবার, আগস্ট ৪, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে দিনভর সংঘাত–সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী, ছাত্রলীগসহ এখন ৯১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (০৪ আগস্ট) দিনভর দেশজুড়ে পুলিশ, আন্দোলনকারী ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়।

নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ঢুকে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।

এছাড়া দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে ২ জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১জন, ঢাকার কেরাণীগঞ্জে ১ জন, সাভারে ১ জন ও বরিশালে ১ জনসহ ৯১ জন নিহত হয়েছেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন