শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

দিল্লিতে হাসিনা-বাইডেনের বৈঠক নিয়ে মন্তব্য নেই স্টেট ডিপার্টমেন্টের

বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের মধ্যে সাইডলাইন বৈঠকে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চান।

জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, জি-২০ সম্মেলনে কোনো নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হলে হোয়াইট হাউস সেটা জানাবে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, বাইডেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভালো কথোপকথন হয়েছিল, যদিও আমরা হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো রিডআউট বা কিছু দেখেননি?

এর উত্তরে মিলার বলেন আমি বিশ্বাস করি কোনো নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হলে হোয়াইট হাউস সেটা জানাবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন