একদিন খুব ভোরে
সতেজ হৃৎপিণ্ডের রক্ত থেমে যাবে আচানক,
তখন ঘুমাবে খুলি—
জানতে চাইবে না কেউ, কী ছিল হত্যার ঘটনা?
একদিন গণমাধ্যমে
গনগনে সূর্যটা ঢাকবে টিয়ার শেলের ধোঁয়ায়,
ঘরে ঘরে মৃত শব—
জানবে না কেউ সূর্যের ভেতরে কেন বিস্ফোরণ!
একদিন ঠাস্ ঠাস্
মাথার অতীব কাছে উড়ে যাবে সশস্ত্র বিমান,
ভীতুর ডিমের ছানা
তুলো দিয়ে দুকানে ঠেকাবে ভয়াবহ চিৎকার;
একদিন রক্তভেজা—
গোপনে কাঁদবে কত সন্তানহারা হতভাগ্য মা
জেগে থাকা অধিকার
কেউ কি পাবে না টের, কী ছিল সংবেদনা তার!
একদিন সারা রাত
নিরস্ত্র মানুষ কেঁদেছে নীরবে খেয়েপরে বাঁচতে;
জরিনা-ঝিয়ের ভাষ্য—
বাতাবি-টিভিরা গুম করছে সত্য-লাশের তালিকা
জনতা শোনায় রব—
বাতাসও গিলছে সেই অব্যক্ত শোকের হাহাকার
মৃতদের অভিশাপ—
হীরক রাজার দেশে নাচে সবই অসভ্য গোঁয়ার!
একদিন দুঃস্বপ্নে
বুলেট–গতিতে ছটফটাচ্ছে সটান অগণিত লাশ
সবশেষে শান্তির কফিন থেকে ছোটে অনর্গল দীর্ঘশ্বাস…
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন