বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

দুই দশক পেরিয়ে তিন দশকে পা দিল এস জে ইনোভেশন

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪

প্রিন্ট করুন

সাফল্য, গৌরব আর ঐতিহ্যের দুই দশক পেরিয়ে তিন দশকে পা দিয়েছে বিশ্বমানের কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান এসজে ইনোভেশন। ২০০৪ সালে নিউইয়র্ক সিটিতে মাত্র দুই জন মানুষের উদ্যোগে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি আজ একটি বিশ্বব্যাপী পরিচিত কোম্পানিতে রূপান্তরিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসজে ইনোভেশনের প্রধান কার্যালয় নিউইয়র্কে। কিন্তু ২০০৬ সালে তারা ভারতের গোয়া শহরে একটি অফিস নির্মাণ করেছেন। তার সাথে সাথে বাংলাদেশও প্রতিষ্ঠানটির সু প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০০৭ সালে ঢাকা এবং ২০১৬ সালে সিলেটে অফিস স্থাপনের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম আরো প্রসারিত করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ৮০ জনেরও অধিক দক্ষ পেশাজীবী কর্মী বাংলাদেশে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।।

উদ্ভাবনের জগতে এসজে ইনোভেশন:

দুই দশকেরও বেশি দীর্ঘ যাত্রায় এসজে ইনোভেশন বিশ্বজুড়ে তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের ওয়েব এবং সফটওয়্যার সল্যুশন সরবরাহ করে আসছে। বর্তমানে AI-প্রথম সফটওয়্যার সল্যুশনের দিকে মনোনিবেশ করেছে, যা টেক ইন্ডাস্ট্রিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।

এসজে ইনোভেশনের গুণগত মান এবং প্রতিশ্রুতি বিভিন্ন স্বীকৃতির মাধ্যমে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। প্রতিষ্ঠানটি আইএসও সার্টিফিকেশন অর্জন করেছে। ক্লাচের স্বীকৃতি পেয়েছে। INC. 5000 তালিকায়ও স্থান পেয়েছে। এছাড়াও নিউইয়র্ক সিটিতে মাইনোরিটি এন্ড বিজনেস এন্টারপ্রাইজ (এমবিই) সার্টিফিকেশন লাভ করেছে।

প্রতিষ্ঠানটি ঢাকা, সিলেট (বাংলাদেশ) এবং গোয়া শহরে (ভারত) অফিস স্থাপন করেছে। ২০০৯ সালে একটি নিবেদিত কোয়ালিটি অ্যাস্যুরেন্স টিম প্রতিষ্ঠা করেছে। এসজে ইনোভেশনের মান ও গ্রাহক সাফল্যের প্রতি এই অটল অঙ্গীকারই এবং দায়বদ্ধতা (প্রতিষ্ঠানটিকে আইটি ইন্ডাস্ট্রিতে অধিকবিশ্বস্ত অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করেছে।

এসজে ইনোভেশনের সাফল্যের মূল ভিত্তি: এই প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি হলো পরিবর্তিত কোম্পানি কালচার। “Be Humble, Do Great Things Together, Work to Make Client Successful, Take Accountability, Embrace Challenges & Grow Yourself, and Help Each Other.”
এই কালচারগুলি কোম্পানির মূলমন্ত্র হিসেবে প্রতিফলিত হয়েছে: “Employee Happiness Generates Client Success.”

কোম্পানির মিশন হল গ্রাহকের সফলভা মজবুতভাবে নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের সুখী ও কর্মক্ষম রাখার মাধ্যমে তাদের বৃদ্ধির পথ প্রশস্ত করা।

পার্টনারশিপ এবং প্রযুক্তিগত অগ্রগতি:

এসজে ইনোভেশন বিশ্বমানের প্রযুক্তি ও হেডলেস সিএমএস প্রদানকারীদের সাথে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলেছে, যেমন Acquia, AWS, Contentstack, Contentful, Veeva, এবং Strapil এই পার্টনারশিপ-এর মাধ্যমে তারা গ্রাহকদের জন্য সর্বাধুনিক সমাধান প্রদান করেছে। এসজে ইনোভেশন সর্বমোট ৩০০০- প্রজেন্ট সম্পন্ন করেছে, যেখানে মেডিক্যাল, এগ্রিকালচার, ট্রাভেল, নন প্রফিট, পাবলিক সেক্টর, কর্পোরেট, লাইফস্টাইল, এডুকেশন, সেফটি এবং সিকিউরিটি শিল্পে বৈচিত্রাময় গ্রাহকদের জন্য কাজ করেছে। এছাডাও প্রজেক্টগুলোর জন্য উল্লেখযোগ্য সংস্থার সাথে, যেমন কাউন্সিল অন ফরেন রিলেশনস, টিচার্স পে টিচার্স, জ্যানসেন মেডিকেল ক্লাউড ইউকে, ট্যুর প্যাট্রন, এবং সান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটি কাজ করেছে।

একটি AI-ফার্স্ট কোম্পানি হিসাবে, এসজে ইনোভেশন ‘CollabAI নামক একটি কাস্টমাইজযোগ্য, সেলফ-হোস্টেড AI প্ল্যাটফর্ম চালু করেছে, যা GPT-4, Gemini, এবং Claude এর মতো উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ব্যবহার করছে। এর মাধ্যমে ব্যবহারকারী তাদের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে সক্ষম হবে।

এসজে ইনোভেশনের সিইও শাহেদ ইসলাম বলেছেন, ‘বিশ বছর আগে আমরা একটি স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু করেছিলাম। আজ, আমাদের বার্ষিকী উদযাপনের সময় আমি গর্বিত যা আমরা অর্জন করেছি, বিশেষ করে আমার নিজের দেশ বাংলাদেশে। ঢাকায় এবং সিলেটে আমাদের অফিসের উন্নতি দেখে আমি অত্যন্ত খুশি। আমাদের বৈশ্বিক সাফল্য গোয়া এবং বাংলাদেশের টিমের নিষ্ঠা এবং প্রতিভার প্রমাণ। সামনে, আমরা উদ্ভাবন চালিয়ে যাওয়ার এবং এমন AI সমাধান প্রদানের জন্য উচ্ছ্বসিত যা আমাদের গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান করবে।”

এসজে ইনোভেশনের সিইও শাহেরা চৌধুরী বলেন, ‘আমাদের ২০তম বার্ষিকী উদযাপন করতে গিয়ে, আমরা যে এতো দূরে এসেছি তা দেখে গর্ব অনুভব করছি। নিউইয়র্ক সিটিতে দুই জনের একটি অপারেশন হিসাবে শুরু থেকে আজকের এসজে ইনোভেশন যা দাঁড়িয়েছে তা অবিশ্বাস্য। বিশেষ করে বাংলাদেশে আমাদের যে প্রভাব তাতে আমি অনেক আনন্দিত।

তিনি আরও বলেন, আমাদের গোয়া এবং বাংলাদেশের টিমের সদস্যদের সহায়তা ও নিবেদন, আমাদের গ্রাহকদের বিশ্বাস, এবং উদ্ভাবন ও শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি ছাড়া এটি সম্ভব হত না।”

প্রযুক্তিগত অগ্রগতির বাইরে এসজে ইনোভেশন পেশাদার বৃদ্ধি এবং সম্প্রদায়ের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখছে ‘টেক অ্যান্ড টেনিস’ এবং ‘এআই লক্ষপ্যাড’-এর মতো উদ্যোগের মাধ্যমে। বাংলাদেশে AI প্রতিভা বৃদ্ধির লক্ষ্যে এআই লঞ্চপ্যাড’ একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এছাড়াও এসজে ইনোভেশনের ‘এসজে কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে ২০০০+ শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেছে।

ভবিষ্যতের লক্ষা:

ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে এসজে ইনোভেশন প্রযুক্তির সীমা প্রসারিত করতে, ক্রমাগত শিক্ষার এবং উন্নতির সংস্কৃতি প্রচার করতে এবং তাদের গ্রাহক এবং বিশ্বব্যাপী সম্প্রদায়ের জন্য মান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

এসজে ইনোভেশন সম্পর্কে:

এসজে ইনোভেশন হল একটি বিশ্বব্যাপী প্রযুক্তি সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান যা কাস্টম সফটওয়‍্যার ডেভেলপমেন্ট, AI, এবং ডিজিটাল ট্রান্সফরমেশন-এ বিশেষজ্ঞ। কোম্পানিটি ১৭০ জনেরও বেশি পেশাজীবীর একটি বৈচিত্রাময় দল নিয়ে গঠিত, যারা উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে সম্প্রদায়কে ক্ষমতায়ন করতে উৎসাহী। শ্রেষ্ঠত্বের প্রতি অটল প্রতিশ্রুতি নিয়ে, এসজে ইনোভেশন ইতিবাচক পরিবর্তন আনতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও তথ্যের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন এসজে ইনোভেশন।

Media Contact
Company Name: SI Innovation LLC
Contact: Shahed Islam
Email: Info@sjinnovation.com
website: www.sjinnovation.com
City: New York State: NY Country: United States

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন