সিএন প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরাতে আবারও রাষ্ট্রদূত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের পর এই দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত আসতে যাচ্ছেন।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন মার্টিনা স্ট্রং।
পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড, নিকট প্রাচ্যবিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বারবারা লিফ এবং অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। প্রায় এক বছর আগে মার্টিনাকে এই পদের জন্য বাছাই করা হলেও তিনি কেবল গত শুক্রবারেই শপথ নিলেন।
পেশাদার এই কূটনীতিবিদ এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেছেন। মার্টিনা আরব আমিরাতে জন রাকোলটার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। জন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ছিলেন।
এর বাইরেও মার্টিনা বুলগেরিয়া, ইরাক, চেক রিপাবলিক ও বারবাডোজে মার্কিন দূতাবাসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি আরবি, চেক, পোলিশ, ফ্রেঞ্চ, জার্মান ও বসনিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারেন।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন