শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি, হুমকিতে ঐতিহাসিক অনেক স্থাপনা

রবিবার, অক্টোবর ১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: প্রতি বছর গড়ে এক দশমিক ছয় মিলিমিটার দেবে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। সেই সাথে দেবে যাচ্ছে শহরটির লা গার্দিয়া বিমানবন্দর, আর্থার অ্যাশে স্টেডিয়াম ও কনি আইল্যান্ডের মত বিখ্যাত বহু স্থাপনা।

নিউইয়র্ক সিটিতে এক দশমিক সাত ট্রিলিয়ন পাউন্ড ওজনের দশ লাখেরও বেশি ভবন রয়েছে। আর এসব ভারি ভারি ভবনের চাপেই দেবে যাচ্ছে শহরটি।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এবং রুটগার্স ইউনিভার্সিটির গবেষকরা মূল ‘হটস্পটগুলোকে’ চিহ্নিত করেছেন, যেগুলো খুব দ্রুত দেবে যাচ্ছে। এর মধ্যে রয়েছে লা গার্দিয়া বিমানবন্দর। বিমানবন্দরটির রানওয়ে তিন দশমিক সাত মিলিমিটার নিচে নেমে যাচ্ছে। অন্য দিকে, ইউএস ওপেনের হোম, আর্থার অ্যাশে স্টেডিয়াম প্রতি বছর চার দশমিক ছয় মিলিমিটার দেবে যাচ্ছে।  

ম্যানহাটনকে নিউ জার্সির সাথে সংযুক্তকারী ইন্টারস্টে ৭৮ মহাসড়কও গড় হারের চেয়ে প্রায় দ্বিগুণ হারে দেবে যাচ্ছে। এছাড়াও, গার্ডেন স্টেটের সাথে স্টেটেন আইল্যান্ডকে সংযুক্তকারী হাইওয়ে ৪৪০ একই হারে নিচের দিকে নেমে যাচ্ছে।  

অন্যান্য হটস্পটগুলোর মধ্যে রয়েছে কনি দ্বীপ, গভর্নরস দ্বীপের দক্ষিণ অর্ধেক, স্টেটেন দ্বীপের মিডল্যান্ড এবং দক্ষিণ বিচ ও দক্ষিণ কুইন্সের একটি উপকূলীয় এলাকা আরভার্ন বাই দ্য সি।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে স্যান্ডির মত শক্তিশালী ঝড়ের সময় ‘গুরুতর সমস্যা’ তৈরি হতে পারে।’

নাসার প্রতিবেদনে গবেষকরা লিখেছেন, ‘উপকূলীয় বন্যা থেকে জনগণ ও সম্পদ রক্ষা করা নিউইয়র্ক সিটির জন্য একটি চ্যালেঞ্জ।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন