শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

দেশটা কি আওয়ামী লীগ পৈতৃক সম্পত্তি, প্রশ্ন রিজভীর 

শনিবার, নভেম্বর ৪, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ‘আওয়ামী লীগ কি দেশটাকে একেবারে দলিল করে নিয়ে নিয়েছে নাকি? রাষ্ট্র তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি’—এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (০৪ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য বলেন। ‘আগামী ১০০ দিন রাষ্ট্র পাহারা দিতে হবে’—তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের এই বক্তব্যের কড়া সমালোচনা করে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, ‘রাষ্ট্র পাহারা দেবে? কার বিরুদ্ধে পাহারা দেবে? আওয়ামী লীগ কি দেশটাকে একেবারে দলিল করে নিয়ে নিয়েছে নাকি? রাষ্ট্র তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি? আর সবাই দ্বিতীয় শ্রেণির নাগরিক?’

এর আগে গত ১৮ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১০০ দিন রাষ্ট্র পাহারা দিতে হবে। কারণ, বিএনপি-জামায়াত দেশটাকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চাচ্ছে।’

রিজভী বলেন, ‘একজন জ্যেষ্ঠ মন্ত্রী নিজেদের ক্যাডারদের বলেছেন ১০০ দিনের জন্য রাষ্ট্র পাহারা দিতে, এগুলো কিসের আলামত? শেখ হাসিনা দেশকে কোন পথে নিতে চাচ্ছে? সন্ত্রাসী মনোভাবাপন্ন ক্যাডারদের দিয়ে রাষ্ট্র পাহারা দেবে? রাষ্ট্র কি শুধু আওয়ামী লীগারদের?’ 

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন