বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

দেশের কোথাও কোথাও মাঝারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে

শনিবার, আগস্ট ৩, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ শনিবার (৩ আগস্ট) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে আরো জানানো হয়, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।’

গোটা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল শুক্রবার (২ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও আজ শনিবার (৩ আগস্ট) দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বান্দরবানে ২৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

আজ শনিবার (৩ আগস্ট) সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৮ শতাংশ।

আজ শনিবার (৩ আগস্ট) ঢাকায় সূর্যাস্ত সন্ধা ছয়টা ৪১ মিনিটে ও কাল রোববার (৪ আগস্ট) সূর্যোদয় ভোর পাঁচটা ২৮ মিনিটে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন