রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বাবার মতো জীবন দিতেও প্রস্তুত: প্রধানমন্ত্রী

বুধবার, আগস্ট ২, ২০২৩

প্রিন্ট করুন
বৃহস্পতিবার দেশবাসীকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী min
বৃহস্পতিবার দেশবাসীকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী min

সিএন প্রতিবেদন: বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বাবার মতো জীবন দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বাবা-মা-ভাই সব হারিয়েছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ— এটাই তো আমার সংসার, এইটাই তো আমার আপনজন। আপনাদের মাঝে খুঁজে পাই বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ। কাজে আপনাদের জন্য—বাবার মতো যদি প্রয়োজন হয়, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বাবার মতো জীবন দিতেও আমি প্রস্তুত।’

বুধবার (০২ আগস্ট) বিকেল ৪টায় রংপুর বিভাগীয় সমাবেশে রংপুর জিলা স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। সাড়ে ১৪ বছরে ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বাবা-মা-ভাই সব হারিয়েছি। আমার তো হারাবার কিছু নেই। একটা মানুষ আপনজন হারালে শোক সইতে পারে না। আর আমি একই দিনে সব হারিয়েও শুধু একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি। বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে অন্ন জোগাব। প্রতিটি মানুষের ঘর করে দিব। প্রতিটি মানুষের জীবনমান উন্নত করব। আর ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আগামীতে ৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আমাদের প্রত্যেকটা ছেলে-মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বদরবারে মাথা উঁচু করে চলবে।’

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন