সিএন প্রতিবেদন: দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছাড়াল আরও একবার। দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছাড়ালেও থেমে নেই লোডশেডিংও।
মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় জানানো হয়, রাত ৯টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়ছে। এ সময় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
দেশের ১৫ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি
দাম বেড়েছে ডিজেল-অকটেন-পেট্রোলের
এর আগে গত ২২ এপ্রিল ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
এদিকে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলেও লোডশেডিং বন্ধ করা যাচ্ছে না। প্রতি ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন