বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

‘দেশ ভালো নেই, আন্দোলন চলবে’: জাপা চেয়ারম্যান

শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ‘দেশ ভালো নেই’ মন্তব্য করে ‘আন্দোলন, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি শনিবার জাতীয় পার্টি পূর্বনির্ধারিত সমাবেশ করবে বলেও জানান।

জি এম কাদের বলেন, আমরা মরতে এসেছি, আমরা মরতে চাই, কত মারবে তোমরা আমরা দেখতে চাই।

জিএম কাদের আরও বলেন, আল্লাহ আমাদের প্রটেকশন দিচ্ছেন বলে এখনো বেঁচে আছি, অন্য কারও প্রটেকশনে নয়। বিচারের জন্য যদি আল্লাহর সাহায্যের দিকে চেয়ে থাকতে হয় তাহলে দেশ কীভাবে চলবে। আমরা একদিনের ডেমোক্রেসি চাই না। সব সময়ের ডেমোক্রেসি চাই। আমরা চাই সরকার হবে- ‘অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল’।

জাপা চেয়ারম্যান বলেন, দেশটা এখন ভালো অবস্থায় নেই। শেখ হাসিনা দেশটাকে যেভাবে বিভক্তি করেছিলেন এখন একইভাবে বিভক্তি করা হচ্ছে। এখন হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে কয়েক শতাধিক মানুষ রাজধানীর কাকরাইলে অবস্থিত দলটির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন