আর মাত্র কটা দিন পার হলেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ যত ঘনিয়ে আসছে ততই নগর-গ্রাম সর্বত্র বাড়ছে পোশাক কেনাকাটার ব্যস্ততা। দিনের বেলায় গরমের তীব্রতা বেশি থাকায় সন্ধ্যার পর দোকানগুলোতে বাড়ে কেনাকাটার ব্যস্ততা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বন্দরনগরী চট্টগ্রাম শহর ঘুরে দেখা গেছে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মানুষজন। তবে ক্রেতাদের প্রধান গন্তব্য নিউমার্কেট এলাকা। কারণ এখানেই রয়েছে রেয়াজুদ্দিন বাজার, তামাকুমুণ্ডিলেন, জহুর হকার্স মার্কেট, স্টেশন রোড ও জুবিলী রোড।
কয়েক বর্গকিলোমিটার এলাকাজুড়ে ঈদের বাজার বসেছে। ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত পণ্যের পসরা। ফলে ঈদ বাজার পরিণত হয়েছে বড় ধরনের জমজমাট মেলায়। চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকা ছাড়াও কোতয়ালি মোড়, জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা, ইউনেস্কো সেন্টার, সানমার ওশান সিটি, ষোলশহর শপিং কমপ্লেক্স, ভিআইপি টাওয়ার, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, চকভিউ সুপার মার্কেট, বালি আর্কেড, আমিন সেন্টার, ইপিজেড এলাকার শপিং, অলংকার কমপ্লেক্স, পাহাড়তলী সিডিএ মার্কেট, টেরিবাজার, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, ব্যাঙ্কক-সিঙ্গাপুর মার্কেট, সাউথল্যান্ড সেন্টার, লাকি প্লাজা, সমবায় সিঙ্গাপুর মার্কেটসহ সব মার্কেট এখন ক্রেতায় ঠাঁসা।
জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব ফজলুল আমিন বলেন, ঈদ মার্কেট এখন শেষের দিকে। শেষ মুহূর্তে কেনাকাটা করতে অনেক ক্রেতা মার্কেটে ছুটে আসছেন। আমাদের এখানে ক্রেতারা আসেন মূলত কম দামে ভালো পণ্যটি কেনার জন্য। আমরা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছি বলে মনে করি। সে কারণে প্রতি বছরের মতো এ বছরও জহুর হকার্স মার্কেটে জমজমাট বেচাবিক্রি হচ্ছে।
তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, তামাকুমণ্ডি লেইনে এখন দিন–রাত বেচাবিক্রি চলছে, যার কারণে বিক্রেতাদের দম ফেলার ফুসরত নেই। আমাদের ব্যবসায়ীরা সারা বছর এই একটি মাসের দিকে তাকিয়ে থাকেন। ক্রেতা সমাগম ভালো হচ্ছে, তাই ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমদ সুলেমান বলেন, ঈদের সময় ঘনিয়ে আসায় ক্রেতারা এখন মার্কেটে ভিড় করছেন। প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীরা ঈদকে কেন্দ্র করে উন্নত ডিজাইনের পোশাক, প্রসাধনী, জুতা, স্যান্ডেলসহ বিভিন্ন সম্ভার নিয়ে এসেছেন। তবে ক্রেতারা প্রায় অভিযোগ করেন, পণ্যের দাম বেশি। আসলে পণ্যের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে, বর্তমানে প্রায় সব পণ্যে খরচ বেড়েছে। খরচ বাড়ার কারণে ক্ষেত্রবিশেষে ব্যবসায়ীরা গত বছরের তুলনায় বেশি দামে বিক্রি করছেন। এখানে ঈদের বাজার বলে দাম বেশি বিষয়টা তেমন নয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন