বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প-কমলার শেষ মুহূর্তের প্রচার

শনিবার, নভেম্বর ২, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাস্ট বেল্টভুক্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে প্রচারে ব্যস্ত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। এ সময়ে সমর্থকদের মন জয় করতে তারা উইসকনসিন, মিশিগানসহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে একের পর এক জনসমাবেশ করছেন।

গত শুক্রবার মিলওয়াকির এক জনসমাবেশে ট্রাম্প চার বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে বলেন, ‘চার বছর ধরে আমরা যে লড়াই করছি, তা শেষ হতে যাচ্ছে।’ তবে তার বক্তব্যে লিজ চেনি সম্পর্কিত একটি সহিংস মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কমলা হ্যারিস এ মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘এটি অগ্রহণযোগ্য ও সহিংসতার ইঙ্গিতবাহী।’

এদিকে, মিশিগানের ডিয়ারবর্নে ট্রাম্প আরব–আমেরিকান কমিউনিটির সঙ্গে দেখা করে স্বাস্থ্য খাতে রবার্ট এফ কেনেডি জুনিয়রের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। তবে কেনেডিকে ‘ষড়যন্ত্রতত্ত্ব প্রচারক’ আখ্যায়িত করে তার সমালোচনা করেন কমলা।

এখন পর্যন্ত ৬ কোটি ৮০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা নির্বাচনের ফলাফলকে প্রতিযোগিতামূলক করে তুলেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন