ঢাকা: অবশেষে ব্যাংক হিসাবপ্রতি এক দিনে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, এখন থেকে এক দিনের মধ্যে যে কোন নগদ অর্থ উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।
রোববার (৮ সেপ্টেম্বর) থেকে নগদ টাকা তোলার বিধিনিষেধ আর বলবৎ থাকবে না বলেও জানান তিনি।
গেল ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে বাংলাদেশ ব্যাংক এ বিধিনিষেধ আরোপ করার এক মাস পর এ শিথিলতা আসে।
গেল ৭ আগস্ট ব্যাংকগুলোর প্রতি নগদ অর্থ উত্তোলন এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। গেল ১১ ও ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ নগদ অর্থ উত্তোলনের সীমা বাড়িয়ে যথাক্রমে দুই লাখ ও তিন লাখ টাকা নির্ধারণ করে। গেল ১ সেপ্টেম্বর সীমা বাড়িয়ে দৈনিক পাঁচ লাখ টাকা করা হয়।
সিএন/আলী
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন