শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নতুন করে বাংলাদেশের জন্য ৮৯ লাখ টিকা বরাদ্দ যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

প্রিন্ট করুন
নতুন করে বাংলাদেশের জন্য ৮৯ লাখ টিকা বরাদ্দ যুক্তরাষ্ট্রের 1
নতুন করে বাংলাদেশের জন্য ৮৯ লাখ টিকা বরাদ্দ যুক্তরাষ্ট্রের 1

নিউইয়র্ক: বাংলাদেশের জন্য নতুন করে করোনা ভাইরাসের আরো ৮৯ লাখ টিকা বরাদ্দ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ দেয়া হয়েছে। ফাইজারের ৭১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুদান এবং মডার্নার ১৮ লাখ ডোজ টিকা নিয়মিত কোভ্যাক্স সুবিধার আওতায় দেবে যুক্তরাষ্ট্র।

বুধবার ( ২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

শাহরিয়ার আলম লিখেছেন, ‘কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরো ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোভ্যাক্স সুবিধার আওতায় দুইটি উৎস থেকে বাংলাদেশ এসব টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ। নতুন করে বরাদ্দ পাওয়া এ টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

একই সময়ের মধ্যে বাংলাদেশ আরো টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন। বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন