যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের গণহারে ফেরত পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। কিন্তু নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এই পদক্ষেপের সাথে একমত নন। তিনি বলেন, নথিহীন অভিবাসীদের তাড়ানোর পক্ষে আমি নই, তবে আমাদের অভিবাসন ব্যবস্থা সংস্কারের প্রয়োজন রয়েছে।
মেয়র অ্যাডামস মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপদ করতে চাই, তবে অভিবাসীদের ব্যাপক তাড়ানো কখনোই মানবিক নয়। আমি চাই যেসব মানুষ এখানে বৈধভাবে আছেন, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হোক।
জানা গেছে, নিউইয়র্ক সিটিতে প্রায় ৫ লাখ নথিহীন অভিবাসী বসবাস করছেন। যারা অনেকেই বহু বছর ধরে এই শহরে আছেন। সিটি প্রশাসন তাদের নিরাপত্তা এবং অধিকার রক্ষার জন্য শরণার্থী আইন নীতি অনুসরণ করে আসছে।
এদিকে, ট্রাম্পের আসন্ন ‘বর্ডার সাজার’ টম হোমান সতর্ক করে বলেন, নিউইয়র্ক সিটি যদি ফেডারেল অভিবাসন নীতির সঙ্গে সহযোগিতা না করে তবে আরও অভিবাসন কর্মকর্তাকে শহরে পাঠানো হতে পারে। হোমান বলেন, আমরা শহরের অভিবাসন আইন ভঙ্গকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এতে নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পক্ষে থাকা নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস মেয়র অ্যাডামসকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, অ্যাডমসের পদক্ষেপ আমাদের শহরের অধিকাংশ দরিদ্র এবং কম সুবিধাপ্রাপ্ত জনগণের জন্য বিপদের সৃষ্টি করবে।
এদিকে মেয়র অ্যাডামস স্পষ্ট করে বলেন, সিটি কাউন্সিলের অনুমতি ছাড়া শরণার্থী আইন পরিবর্তন করা সম্ভব নয়। যদি কোন পরিবর্তন আনতে হয়, তবে সেটা সিটি কাউন্সিলের মাধ্যমেই হবে।
নিউইয়র্কের অভিবাসন কমিশনার ম্যানুয়েল কাস্ত্রো শহরের অভিবাসী সম্প্রদায়ের জন্য শঙ্কার কথা জানিযেছেন। তিনি বলেছেন, যদি গণহারে ফেরত পাঠানো শুরু হয় তাহলে অভিবাসীরা স্কুলে, স্বাস্থ্যসেবা বা পুলিশি সহায়তা থেকে সরে যাবে। আমরা এ ধরনের পরিস্থিতি চাই না।
মেয়র অ্যাডামস অভিবাসন ব্যবস্থা সংস্কারের জন্য ফেডারেল সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জানিয়ে বলেন,নিউইয়র্ক সিটি তার শরণার্থী নীতি বজায় রাখবে এবং নথিহীন অভিবাসীদের গণহারে তাড়ানোর বিরুদ্ধে দাড়াবে।
সংশ্লিষ্টরা বলছেন, এখন দেখার বিষয় পরবর্তী প্রেসিডেন্ট প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়িত হলে নিউইয়র্ক সিটির মধ্যে কী ধরনের পরিবর্তন আসে এবং মেয়র অ্যাডামস কীভাবে শহরের অভিবাসী সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন