শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে ইউপি সদস্য আহত

সোমবার, মার্চ ১১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য আহত হয়েছেন।

সোমবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপির সদস্যদের দেখতে গেলে গুলিবিদ্ধ হন তিনি।

গুলিবিদ্ধ ইউপি সদস্যের নাম সাবের হোসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন বলেন, মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির মধ্যে গোলাগুলির ঘটনায় ছাবের হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে জামছড়ি বিওপিতে প্রাথমিক চিকিৎসা শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে অনবরত গোলাগুলি ও ভারী অস্ত্রসহ মর্টার শেলের আওয়াজে স্থানীয়রা আতঙ্কে আছেন। গতকাল রোববার (১০ মার্চ) রাত থেকেই নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা বেড়ে যায়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন