শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নানা আয়োজনে হল নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজন

শুক্রবার, জুলাই ২১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজন শনিবার (১৫ জুলাই) হেকশেয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র‍্যাফেল ড্র, নানা ধরনের খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা ইত্যাদি।

বনভোজনের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ও টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের। শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান স্পসর আশা হোম কেয়ারের সিইও প্রকৌশলী আকাশ রহমান ও চেয়ারম্যান আশা রহমান, সংগীত শিল্পী সেলিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির যুগ্ন সম্পাদক আমিনুল চৌধুরী, রুপসী চাঁদপুরের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, চৌদ্দগ্রাম সোসাইটির সভাপতি ও যুক্তরাষ্ট্রে কাজী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী এনামুল হক, চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সমন্বয়কারি মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্রে শাপলা ওয়েল ফেয়ার সেক্রেটারি রুহুল আমিন, কুমিল্লা সমিতির সেক্রেটারি আল আমিন, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেল স্বত্বাধিকারী নজরুল ইসলাম, সেবা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল ইসলাম সিয়াম, টিডি এস ইন্স্যুরেন্সের সিইও দেওয়ান সবুজ।

মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন পিকনিক প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ খসরু, মমিন মজুমদারর, সাবেক সাধারণ সম্পাদক শিবলি চৌধুরী কায়েস। উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য হাবিব রহমান, এবিএম সালাহ উদ্দিন আহমেদ, দিদার চৌধুরী, মাহাতির ফারুকী, আহমেদ রশীদ, সানাউল হক, যুগান্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান ও জাহিদ রহমান।

আবু তাহের বলেন, ‘প্রবাসে বাংলা মিডিয়ার প্রথম বৃহত্তম সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব। তাই, কমিউনিটির কাছে আমাদের দায়বদ্ধতাও অনেক। কমিউনিটির পাশে সব সময়ই রয়েছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব।’

বনভোজনের র‍্যাফেল ড্র প্রথম পুরুষ্কার ঢাকা নিউইয়র্ক ঢাকা বিমান টিকেট জয়ী আশা হোম কেয়ারের এরিয়া ম্যানেজার শাহান ইসলাম। প্রথম পুরুষ্কার স্পন্সর করে আশা হোম কেয়ার। দ্বিতীয় পুরুষ্কার সোনার চেইন জয়ী নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম। দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও ফাতেমা ব্রাদার্সের পরিচালক ফখরুল ইসলাম দেলোয়ার। সর্বাধিক পুরুষ্কার স্পসর করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ও সাপ্তাহিক মুক্তচিন্তার সম্পাদক ফরিদ আলম।

র‍্যাফেল ড্র ও খেলা, চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন সাংবাদিক ফরিদ আলম।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন