বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নারী টি-২০ বিশ্বকাপ: হ্যাট্টিক হারে বাংলাদেশের বিদায়

শনিবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৩

প্রিন্ট করুন

কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা: গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে হেরে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে শ্রীলংকার কাছে সাত উইকেটে ও অস্ট্রেলিয়ার কাছে আট উইকেটে হারের লজ্জা পেয়েছিল নিগার সুলতানার দল। এ নিয়ে  বিশ্বকাপে পাঁচ বার অংশ নিয়ে সবগুলোতেই প্রথম রাউন্ড থেকে মিশন শেষ করল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়া  নিউজিল্যান্ড। ওপেনার সুজি বেটসের দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় ২০ ওভারে তিন উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায়  নিউজিল্যান্ড। ৬১ বল খেলে সাতটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন বেটস। এ ইনিংসের মাধ্যমে  নারী টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বল হাতে বাংলাদেশের ফাহিমা খাতুন দুইটি ও স্বর্ণা আকতার একটি উইকেট নেন।

১৯০ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। দশ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ৬৪ রান তুলে তারা। ততক্ষণে আস্কিং রান রেট ১২ ছাড়িয়ে গেলেও দ্রুত রান তুলতে পারেননি কোন ব্যাটাসম্যানই। মাত্র তিন ব্যাটসম্যান দুই অংকের কোটা স্পর্শ করেন। স্বর্ণা সর্বোচ্চ ৩১ রান করেন । এছাড়া, মুরশিদা খাতুন ৩০ ও শামিমা সুলতানা ১৪ রান করেন। অতিরিক্ত খাত থেকে ১৭সহ শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১১৮ রান করতে পারে বাংলাদেশ।

আগামী ২১ ফেব্রুয়ারি কেপ টাউনেই গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন