ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: লেবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরাইল যে বোমা ব্যবহার করে, সেটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমা। রোববার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সিনেটর এ কথা বলেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের দক্ষিণ উপশহরে ইসরাইলের বিমান হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ। তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন তিনি।
এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে সিনেটর আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব কমিটির চেয়ারম্যান মার্ক কেলি বলেন, ‘ইসরাইল দুই হাজার পাউন্ডের (৯০০ কেজি) ‘মার্ক ৮৪’ সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমা।’
হাসান নাসরুল্লাহর ওপর হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে ব্যাপারে এ প্রথম যুক্তরাষ্ট্রের কোন কর্মকর্তা কথা বললেন।
তিনি বলেন, ‘আমরা গাইডেড অস্ত্রের ব্যবহার দেখেছি। আমরা এ অস্ত্রগুলো সরবরাহ করে থাকি।’
ইসরাইলের সামরিক বাহিনী শনিবার (২৮ সেপ্টেম্বর) বলেছে, ‘তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দফতরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে খুন করেছে।’
তবে, হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে ব্যাপারে ইসরাইলের সেনাবাহিনী কোন মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ইসরাইলে দীর্ঘ দিনের মিত্র ও দেশটির বৃহত্তম অস্ত্র সরবরাহকারী।
সিএন/আলী
Views: 1
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন