রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে অনুষ্ঠিত হল ‘এস্টোরিয়া পথমেলা’

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গেল ৪ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে উৎসব আমেজে হয়েছে ‘এস্টোরিয়া পথমেলা’। লং আইল্যান্ড সিটির প্রবাসী বাংলাদেশীসহ আশপাশের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা উপভোগ করেন।

বিকাল তিনটার দিকে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি কউন্সিল ডিস্ট্রিক্ট ২৬ এর জুলি ঊন, স্টেট সেনেটর ক্রিস্টিন গঞ্জালেজ, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২২ এর টেফিনি কাবান, এসেম্বলি ওম্যান ক্রিস্টিনা গঞ্জালেজ রোহা, স্টেট এসেম্বলি মেম্বার জোহরান মামদানি, কুইন্স ডিসট্রিক্ট এটর্নি অফিসের কমিউনিটি কো-অর্ডিনেটর রোকেয়া আক্তার, এটর্নি এট লার্জ মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক মিসবা মজিদ, সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, এপোলো ইন্সুরেন্সের স্বত্বাধিকারী শমসের আলী, সিডিপ্যাপের সভাপতি আবু জাফর মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য শেখ আক্তার ইসলাম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলু মিয়াঁ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, ওসমানী নগর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফকরুল চৌধুরী মিসলু ও সাবেক সভাপতি বশির উদ্দিন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির প্রচার সম্পাদক সৈয়দ ফাহমি, ১১৪ প্রিসেন্টের সাব্বির আহমেদ, নিউইয়র্কে পেরেচবেটিরিযান হসপিটালের ইঞ্জিনিয়ার সায়েম রহমান, মো. খায়ের, লায়েকুল হাসান তরফদার মো. বাতেন, শেখ ফকরুল ইসলাম, কাউসার চৌধরী, শেখ সিপার আহমেদ, সাইফুর খান হারুন, নজরুল গনি, লিটন আহমেদ, আল আমিন, মৌ. জিন্না, সরয়ার, কামাল আহমেদ, জায়েদ আহমেদ, টিটু, আজমান আলী, কায়সার ফয়সল রাজা মিয়া।

মেলায় ছিল বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা। প্রায় ২০০ বাচ্চার মধ্যে স্কুল সাপ্লাই, গেম, স্নাক্স ও বিভিন্ন উপহার সামগ্ৰী বিতরণ করা হয়।

মেলায় কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্টেট সেনেটর ক্রিস্টিন গঞ্জালেজের অফিস থেকে সোসাইটির উপদেষ্টা চৌধুরী সালেহ, সৈয়দ মামুন, সদস্য সাব্বির আহমেদ, সদস্য তানজুম লগ্ন, নওশীন খান, নজরুল গনি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান এবং তুষার ভুঁঞান, এসেম্বলি ওমেন জেনিফার রাজকুমারের পক্ষ থেকে মোহাম্মদ আলী, আপেল ইন্সুরেন্সের স্বত্বাধীকারি শমসের আলী, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম ও কমিউনিটি এক্টিভিস্ট বশির খানকে সাইটেশন দেয়া হয়।

মেলার সাংস্কৃতিক পর্বে সঙ্গীত গান করেন কালা মিয়া, প্রবাসী শিল্পী কামরুজ্জামান বকুল, মেহজাবিন মেহা, মনিকা দাস, গাজী এসএ জুয়েল, শাহেদ আহমেদ। নৃত্য পরিবেশন করেন নিাতুন নেহার হেরা।

সুতপা চৌধুরীর উপস্থানায় এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এমাদ আহমেদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ, আব্দুর রহমান, সৈয়দ মামুন, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, এরশাদুল আমিন, সহ সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম শিমুল, কোষাধক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সমাজকর্মী ফাহিমুজ্জামান খান, সদস্য ফয়সল আহমেদ, শামসুল ইসলাম, মোহাম্মদ মাহমুদুল হাসান, শাহীন হাসনাত, আনওয়ার হোসাইন, হারুনুর রশিদ, আবু সুলেমান. মো নুরুল হক, কাজী মরিয়ম, সাদমান রশিদ।

সবশেষে ছিল র‌্যাফল ড্র। এতে সোনার চেইন, টিভি ও ট্যাবসহ আকর্ষণীয় পুরষ্কার ছিল।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন