নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) উইমেনস এন্টারপ্রেনার সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৪ সম্পন্ন করেছে। ২৩ নভেম্বর নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে এ সামিটের অনুষ্ঠিত হয়, যা নারীদের ক্ষমতায়ন, উদ্ভাবনী চিন্তা ও ব্যবসায়িক নেতৃত্বকে উৎসাহিত করার একটি অনন্য মঞ্চ তৈরি করেছে।
শেখ ফরহাদ ও মিলি এ ভূঁইয়ার সামিট ও অ্যাওয়ার্ডসের বিভিন্ন সেশন পরিচালনা করেন।
বক্তব্য দেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, এম্পায়ার স্টেট ডেভেলপমেন্টের নির্বাহী উপদেষ্টা জেনি লো,
সামিটে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সোনিয়া চাঁদনী, ডাক্তার দিলরুবা চৌধুরী, নাজনীন মির্জা, আম্বিয়া বেগম, সাবরিনা আহমেদ, রোজি ইসলাম, জিন্নাথ জাহান, ফাতেমা আক্তার, উমামা সিদ্দিকা, সেলিনা আক্তার, সারা পারভেজ, ভাবলীন সবরওয়াল, স্নিগ্ধা কুন্ডু মিস্টি, মিলি এ ভূয়ান।
অনুষ্ঠানে নাজমুল হাসান বলেন, ‘ইউএসবিসিসিআই উইমেনস এন্টারপ্রেনার সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৪ বাংলাদেশি নারীদের জন্য একটি অনন্য উদ্যোগ, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। এ ধরনের ইভেন্ট নারীদের ব্যবসায়িক জগতে প্রবেশের পথ সুগম করে এবং তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরে।’
জেনি লো বলেন, ‘এ সামিট ও অ্যাওয়ার্ডস শুধুমাত্র নারীদের উদ্ভাবনী ধারণাগুলোকে তুলে ধরেনি, বরং তাদের ব্যবসায়িক প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। আমি আশা করি, এটি আরও নারীদের অনুপ্রাণিত করবে ও তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।’
ইউএসবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ বলেন, ‘ইউএসবিসিসিআই উইমেনস এন্টারপ্রেনার সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৪ একটি অসাধারণ উদ্যোগ; যা নারী নেতৃত্ব ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ ইভেন্টটি শুধু নারীদের ক্ষমতায়ন নয়, বরং তাদের উদ্যোগ ও উদ্ভাবনী ক্ষমতাকে সামনে নিয়ে আসার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। আমরা গর্বিত যে, আমরা এমন একটি মঞ্চ তৈরি করতে পেরেছি, যা নারী উদ্যোক্তাদের স্বীকৃতি, সমর্থন ও উন্নয়নের সুযোগ দেয়।’
সামিটে উপস্থিত ছিলেন ইউএসবিসিসিআইয়ের পরিচালক ফকরুল ইসলাম দেলোয়ার, আহাদ আলী, শেখ ফরহাদ, ইসমাইল আহমেদ, মো. খলিলুর রহমান, রফিক খান, মো. বদরুদ্দুজা সাগর।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন