শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহর সাথে জামালপুরবাসীর মত বিনিময়

শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহর সাথে মিত বিনিময় করেছেন জামালপুরবাসী। গেল ২৫ অক্টোবর রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক জামালপুরবাসী উপস্থিত ছিলেন।। জামালপুরবাসীর ফুলের শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হন মুহাম্মদ বাকী বিল্লাহ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক কৃষিবিদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ইভেন্ট কমিটির সদস্য সচিব ফরিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনী সাজেদা জান্নাত তনু, বাংলাদেশ প্রতিদিন ইউএসএর নির্বাহী সম্পাদক লাবলু আনসার, জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাইদুর রহমান, জিল্লুর রহমান জিল্লু, আওয়ামী লীগ নেত্রী মোর্শেদা জামান, ফারজানা মোশাররফ, কমিউনিটি এক্টিভিস্ট ডিউক খান, অজিত ভৌমিক, শাহাদাত বাবু, ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ফাজানা পারভীন।

স্বাগত বক্তৃতা করেন যুবলীগ নেতা রবিউল ইসলাম কমিশনার।

অনুষ্ঠানে জামালপুরবাসীর পক্ষ থেকে মুহাম্মদ বাকী বিল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এ সময় বক্তারা দেশে প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানে মুহাম্মদ বাকী বিল্লাহর দৃষ্টি আকর্ষণ করেন।

বাকী বিল্লাহ বলেন, ‘আমি আপনাদের ভালবাসায় আপ্পুত, অভিভূত। আপনাদের মূল্যবান কর্মঘন্টা নষ্ট করে আমাকে যে ভালবাসা ও সম্মান দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মত নয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে মতাদর্শ, মতভেদ থাকতে পারে। কিন্তু দিন শেষে আমারা জামালপুরবাসী।’

তিনি সব ভেদাভেদ ভুলে প্রবাসী জামালপুর জেলাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘আমার একটাই স্লোগান, আই লাভ জামালপুর।’

বাকী বিল্লাহ বলেন, ‘এক সময় বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সবশেষ দিক থেকে জামালপুর জেলা ছিল দুই নম্বরে। আর এখন জামালপুর জেলা দেশের সেরা ২০টি জেলার মধ্যে স্থান করে নিয়েছে।’

তিনি জামালপুর জেলার উন্নয়নসহ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন