নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী পালন করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এনওয়াই (জেবিবিএ)। এ উপলক্ষ্যে গেল ২৮ সেপ্টেম্বর নবান্ন পার্টি হলে আজিমুশ্বান ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গর্ভনর আল্লামা কাফিল উদ্দীন সরকার সালেহী।
জেবিবিএ এর সভাপতি গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খানের পরিচালনায় ও মুফতি সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সৈয়দ আনসারুল করিম আজহারি, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি, হাসান বিন খুরশিদ, হাফেজ মো. টিপু রাহমান, মাওলানা হেলাল উদ্দীন সিরাজী, মাওলানা মো. আব্দুস সাদিক, মাওলানা জুবায়ের রশিদ, শফিকুল ইসলাম ফাতেহাবাদী, মাওলানা ইমদাদুল হক, ইমাম কাজি কাইউম, মাওলানা আব্দুল হাকিম আজাদী, মাওলানা আতিকুর রহমান, হাফেজ কাওসার আহমাদ ও আব্দুল ওয়াহিদ টুপন।
মিলাদ মাহফিলের আহবায়কের দায়িত্ব পালন করেন আসেফ বারী টুটুল। যুগ্ম আহবায়ক ছিলেন আকাশ রহমান। সদস্য সচিব ছিলেন মোল্লা এম মাসুদ। সার্বিক সহযোগিতায় ছিলেন আতিকুল ইসলাম জাকির, আবুল হাসান, হাসান জিলানী, জাফর উল্লাহ মিলন, বর্ণালী হাসান, আব্দুল আলীম, কিউ হিরা, খালেদ আক্তার, রেকি আলিয়ান ও মফিজুর রহমান।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন