শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে পথমেলা করল গোল্ডেন এজ হোম কেয়ার

বুধবার, অক্টোবর ১১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পথমেলা। গেল ৩০ সেপ্টেম্বর কুইন্সের জ্যাকসন হাইটস্থ ৭৬ স্ট্রিটের উপর আয়োজিত এ মেলা উদ্বোধন করেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ।

মেলার ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভূইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত, আশরাফ লিটন, এবি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ।

মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজের সঞ্চালনায় মেলার মঞ্চে বিভিন্ন পর্যায়ে বক্তৃতা করেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেনর হাসানুজ্জামান হাসান, জালালাবাদ এসোসিয়েশনের মইনুল ইসলাম, সোসাইটির মিয়া মোহাম্মদ দুলাল মিয়া, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, রাজনীতিবিদ শাহ মোহাম্মদ, কমিউনিটি একটিভিস্ট আব্দুল খালেক, ফোবানার নিশান রহিম, লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রকি এলিয়েন, শাহ ফাউন্ডেশনের শাহ জে চৌধুরী।

মেলায় গান করেন সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী, রানো নেওয়াজ, শাহ মাহবুব, মোস্তফা অনিক রাজ ও লাল্টু। শিল্পীদের পরিবেশনার প্রসংশা করেন উপস্থিত দর্শকরা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন